Posts

বউয়ের মাইর

‘‘বউয়ের মাইর’’ .
.
রিয়া আর রিয়াজ দু’জন দু’জনকে খুব
ভালবাসে অথচ কেউ কাউকে বলতে
পারে না।
যদি তাদের বন্ধুত্ব শেষ হয়ে যায়।
তারা একে অপরে খুব টেককেয়ার
করে।
রিয়ার মনে এই ধারণা রিয়াজ তাকে
ভালবাসে, না হয় এত টেককেয়ার করে
কেন?

শিক্ষনিয় সত্য ঘটনা

শিক্ষনিয় সত্য ঘটনা .
.
শহরের দিকে যাচ্ছে বাসটি। মহিলা ড্রাইভার। যাত্রা পথে ড্রাইভার দেখতে পান, এক লোক বাসের জন্য হাত নাড়ছে। ড্রাইভার বাস থামালেন। ইয়ং এক ছেলে। বাসে উঠে সিট নিয়ে বসলেন। ছেলেটা ড্রাইভার মেয়েটা কে ধন্যবাদ দিয়ে সিটে বসল। আবার কতটুকু যাওয়ার পর আরেক লোক হাত নাড়াচ্ছে। সাথে অসুস্থ্য কোনো রোগী। ড্রাইভারের মনে দয়া হলো। শহরে যাবে বলে তুলে নিল রোগীকে। কিন্তু বাসে ওঠার সাথে সাথেই রোগী ও সাথের লোক দাড়িয়ে পড়ল।

ভালবাসার গল্প-৩

ভালবাসার গল্প-৩ .
.
অফিস থেকে এত দেরী তে ফিরেছেন কেন? কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি!
- তোমাকে কৈফিয়ত দেয়া লাগবে? যাও নিজের কাজ করো... আমার জন্য এত ভাবা লাগবে না।
- ও সরি। আপনার খাবার টেবিলে রাখা আছে। ফ্রেশ হয়ে খেয়ে নিয়েন কেমন! আমি খেয়ে নিচ্ছি। সময়মত খাবেন কিন্তু! নাহলে ঠাণ্ডা হয়ে যাবে।
- হ্যাঁ যাও তুমি।

ভালবাসার গল্প-১

ভালবাসার গল্প-১ . . এই প্রথম আব্বু আমার গায়ের উপরে হাত
তুলেছে। তাও আবার একটি মেয়ের
কারনে। মনে হচ্ছিল মাটি ফেটে যদি
দু'ভাগ হত আমি নীচে চলে যেতাম।
কখনো ভাবিনি একটা মেয়ের জন্য
আমাকে আজ বাবার সামনে এই ভাবে
উপস্থিত হতে হবে। আমি মাথা নীচু
করে দাড়িয়ে ছিলাম, আব্বু আবার
বলতেছে তুই আমার চোখের সামনে
থেকে এখন যা। বেরিয়ে এলাম মাথা
নীচু করে।
.

একটা বাস্তব জীবন কাহিনী

একটা বাস্তব জীবন কাহিনী .
.
২ সপ্তাহ আগে আমার গার্লফ্রেন্ড এর বিয়ে ছিল!
কিন্তু বিয়ে টা হয়নি।
কারন,বিয়ের দিন আমি তাকে তুলে নিয়ে আসছিলাম।এবং কোর্ট ম্যারেজ করে ফেলি দুইজন!

"সত্যেরও ভাগ থাকে"

"সত্যেরও ভাগ থাকে" (একটা গল্প মানেই, একটা শিক্ষা)
.
-- কি ব্যাপার মনমরা হয়ে বসে আছো কেন?
-- মনটা যে মরে গেছে!
-- তুমি কি আবার সিগারেট খাওয়া শুরু করেছো?
-- কই না, নাতো।
-- তাহলে টেবিলের নিচে থেকে কিসের ধোঁয়া উঠছে?
.

ভালবাসার প্রাপ্তি

ভালবাসার প্রাপ্তি .
.
আমি মেয়েটা দেখতে ফর্সা, এই
কথাটা কেউ কখনো বলেনি।তবে
আমি হাসলে গালে টোল পড়ে এই
কথাটা অনেকের মুখে অনেকবার
শুনেছি।আর এটাও সবাই বলে যে, আমার
হাসিটা নাকি অন্য সবার থেকে
আলাদা।অর্থাৎ অন্যরকম সুন্দর।